পবিত্র কাবা শরিফ চত্বরে চলছে তাওয়াফ। আবার কেউ নামাজ ও দোয়ায় মগ্ন। এরই মাঝে রহমতের বারিধারায় সিক্ত হচ্ছে কাবার পবিত্র চত্বরসহ পুরো মক্কা নগরী। এ দৃশ্য গতকালের। কাবা শরিফের মাঝে বৃষ্টি হলেও এত ভারিবর্ষণ সাধারণত তেমন একটা হয় না।
Advertisement
রহমতের বৃষ্টিতে ওমরাহকারীরা তাওয়াফ, নামাজ ও দোয়ায় নিয়োজিত। যেন অবচেতন মনে রহমতের দরিয়ায় তারা হাবুডুবু খাচ্ছে। রহমতের বৃষ্টিতে নিজেদের করে নিচ্ছে পবিত্র।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মসজিদে হারাম তথা কাবা চত্ত্বরের এসব ছবি ভাইরাল হয়েছে। হারামাইন ডটইনফো, হারামাইন ফেসবুক পেজ, টুইটারে তা সয়লাব হয়েছে।
বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ এসব ছবি দেখে আবেগে আপ্লুত হয়েছে। কেননা সচরাচর এ দৃশ্য দেখা যায় না। কাবা চত্বরে রহমতের বৃষ্টিতে সিক্ত হওয়ার এ সৌভাগ্য সবার হয় না।
Advertisement
ভারি বৃষ্টিপাতে কাবা শরিফ তাওয়াফকারীরা যেমন ভিজে একাকার। তেমনি মাতআফে জমে ওঠে বৃষ্টির পানি।
কাবা শরিফের ছাদ থেকে মিজাবে রহমত দিয়ে ঝরনার ফোয়ারা তৈরি হয়। অবিরাম পড়তে থাকে রহমতের বৃষ্টি।
এমএমএস/এমএস
Advertisement