জাতীয়

করোনা মোকাবিলায় প্রচার কার্যক্রম জোরদারের আহ্বান

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়ে সরকারের পাশাপাশি স্থানীয় রাজনীতিবিদ ও সামাজিক নেতাদের উদ্যোগে মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা জেলায় করোনাভাইরাস প্রতিরোধ, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম ও হাজী সেলিম, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান এবং ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

ভার্চুয়াল বৈঠকটি সঞ্চালনা করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

শিল্প প্রতিমন্ত্রী তার বক্তব্যে জুমার খুতবার সময় মুসল্লিদের মাস্ক ব্যবহারে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতা প্রচারণা কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকারের সব বিভাগ সাফল্যের সাথে কাজ করছে।

ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা গণপরিবহনে মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘যেখানে মাস্ক ছাড়া কোনো ব্যক্তিকে পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে তাকে মাস্ক দেয়ার ব্যবস্থা করতে হবে।’

Advertisement

এসআই/এসএস/জেআইএম