জাতীয়

দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা ২৭ লাখ ছাড়ালো

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই ভাইরাসটি প্রতিরোধ ও শনাক্তে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে সরকার। ভাইরাসটি শনাক্তে মার্চ থেকেই দেশে নমুনা পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত অর্থাৎ গত ৯ মাসে (মার্চ-নভেম্বর) দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিগুলোতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২৭ লাখ ছাড়িয়েছে।

Advertisement

প্রথমদিকে সীমিত পরিসরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে ল্যাবরেটরির সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। বর্তমানে রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে ১১৮টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত করোনা শনাক্তে নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ১৩ হাজার ২০২টি।

গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৪৯৪টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়।

Advertisement

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৯২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১২ জন নারী। ৩৭ জনের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫২৪ জনে।

এমইউ/এফআর/এমকেএইচ

Advertisement