খেলাধুলা

এল ক্ল্যাসিকো দিয়ে মাঠে ফিরছে মেসি

মৌসুমের প্রথম রোমাঞ্চকর এল ক্ল্যাসিকোতে আগামী ২১ নভেম্বর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আর এ ম্যাচ দিয়েই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরবে বার্সার সবচেয়ে বড় তারকা মেসি। এমনটাই আশা করছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।  স্প্যানিশ দৈনিক মার্কায় দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, মেসি দ্রুতই সেরে উঠছে। নির্ধারিত সময়ের আগেই তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। আশা করছি, বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সে দলে ফিরবে।অন্যদিকে, এল ক্লাসিকো ম্যাচের আগে বেশ ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে। খেলোয়াড়রা যাতে কোনো প্রকার ইনজুরির শিকার না হয় সে প্রার্থনাই করে বার্তোমেউ বলেন, আশা করছি  জাতীয় দলের মিশন শেষে খেলোয়াড়রা ইনজুরি মুক্ত অবস্থাতেই ক্লাবে ফিরবে। প্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে আমরা সেরা দল নিয়েই মাঠে নামতে চাই।উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ভুগে ৭-৮ সপ্তাহের জন্য ছিটকে যান মেসি।এমআর/আরআইপি

Advertisement