জাতীয়

সরকারি জমি দখলের অভিযোগে বগুড়ায় দুদকের অভিযান

বগুড়া জেলার কাহালু উপজেলায় ৭৪ শতাংশ সরকারি খাস জমি স্থানীয় প্রভাবশালী মহলের মাধ্যমে জোরপূর্বক দখল এবং ভুয়া রেকর্ডপত্র দিয়ে নিজেদের নামে রেকর্ড করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

বুধবার (২৫ নভেম্বর) সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিটে আসা অভিযোগের ভিত্তিতে দুদকের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীর সমন্বয়ে গঠিত টিম এই অভিযান পরিচালনা করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযানের সময় দুদক টিম কাহালু উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস থেকে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে পর্যালোচনা করেন এবং দখল করা সরকারি খাস জমি সরেজমিনে পরিদর্শন করেন। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় সরকারি খাস জমি দখল ও দুর্নীতির আশ্রয় নিয়ে অবৈধভাবে জাল পর্চা ও খতিয়ান তৈরির প্রমাণ পায় দুদক টিম। পরে তারা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের রেকর্ডপত্র সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে অধিকতর দায়িত্বশীল ও যত্নবান হওয়ার জোর তাগিদ দেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পরবর্তীতে বিস্তারিত পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

Advertisement

এছাড়া মাদারীপুর জেলার সদর উপজেলার দুর্গাবদ্দীহাট দাখিল মাদ্রাসার অফিস সহকারী জাল সনদপত্র ব্যবহার করে ১৭ বছর যাবত চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুরের দুদক টিম ভিন্ন একটি অভিযান পরিচালনা করেছে।

এসএম/এআরএ/পিআর