জাতীয়

রাজধানীতে মাস্ক না পরায় জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় মাস্ক না পরায় জরিমানার পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে মাস্ক বিতরণও করা হয়।

Advertisement

বুধবার (২৫ নভেম্বর) উত্তরা ও মহাখালী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এদিন উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসি অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন। এ সময় তিনি পথচারী, দোকানি, গণপরিবহনের চালক-যাত্রীদের মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং ডিএনসিসির পক্ষ থেকে ৭০টি মাস্ক বিতরণ করেন। মাস্ক না পরায় আটজনের কাছ থেকে মোট এক হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

এদিকে একই সময়ে মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৩ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী। নাগরিকদের মাস্ক পরার আহ্বান জানিয়ে তিনি ৫০টি মাস্ক বিতরণ করেন। এছাড়া মাস্ক না পরায় চারজনকে মোট ৩০০ টাকা জরিমানা করেন।

Advertisement

এমএমএ/এসএস/এমকেএইচ