দেশজুড়ে

রাজবাড়ীতে মাস্ক না পরায় ৪৯ জনকে জরিমানা

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণকে সচেতন করতে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

Advertisement

এ সময় মাস্ক না পরায় রাজবাড়ী সদরের ৩১ জনকে আট হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। পরে বালিয়াকান্দির ১৮ জনকে দুই হাজার ৯৭০ টাকাসহ মোট ৪৯ জনকে ১১ হাজার ৬৭০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ অভিযান। এ সময় রাজবাড়ী সদরে পৃথকভাবে অভিযান ও ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, রেজোওনা নাহিদ ও পিপুল সিকদার।

বালিয়াকান্দিতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আম্বিয়া সুলতানা।

Advertisement

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আম্বিয়া সুলতানা বলেন, স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগমপূর্ণ স্থানে মাস্কবিহীন অবস্থায় চলাফেরার দায়ে ১৮ জনকে দুই হাজার ৯৭০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ৬০০টি মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। অভিযানে বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

রুবেলুর রহমান/এএম/এমএস

Advertisement