বিনোদন

সুখের অসুখে সাবিনা ইয়াসমিন, সঙ্গে মোমিন বিশ্বাস

নতুন গানে কণ্ঠ দিলেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। হালের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাসের সুরে তিনি গাইলেন ‘সুখের অসুখ’ নামের একটি গান। গানটিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠও দিয়েছেন নন্দিত গায়ক এন্ড্রু কিশোরের স্নেহধন্য মোমিন।

Advertisement

তিনি জাগো নিউজকে জানান, শনিবার (২১ নবেম্বর) সন্ধ্যায় রাজধানী রামপুরার একটি স্টুডিওতে দ্বৈতকণ্ঠের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি ও সাবিনা ইয়াসমিন। কিছু কিছু সুখ আছে সুখী হতে চায় না/কিছু কিছু দুঃখ আছে দুঃখের ভাগ নেয় না- এমন কথার ‘সুখের অসুখ’ শিরোনামের গানটির গীতিকার শেখ নজরুল। এর সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

গানটি নিয়ে মোমিন বিশ্বাস বলেন, ‘এ গান আমার কাছে স্বপ্নজয়ের মতো। সাবিনা ইয়াসমিন আমাদের গানের কিংবদন্তি নাম। তার সঙ্গে গান করার সৌভাগ্য পেয়ে আমি ধন্য। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দেবে।’

মোমিন বিশ্বাসকে স্নেহের স্পর্শে দোয়া দিলেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘মোমিনকে অনেক দিন ধরেই চিনি আমি। এন্ড্রু কিশোরের সঙ্গে থাকতো সবসময়। একদিন এন্ড্রু ওকে নিয়ে বলল, ‘আপা মোমিনকে দেইখা রাইখেন ও সুন্দর গান করে। দেখবেন ও (মোমিন) একদিন ভালো করবে।’ তখনই টের পেয়েছিলাম মেধাবী মোমিন। কিশোর তো আর এমনি এমনি ওর প্রশংসা করবে না।

Advertisement

সিঙ্গাপুরে একটি অনুষ্ঠান করতে গিয়েও উপলব্ধি করেছি তাদের দুজনের সম্পর্কটা পিতা-পুত্রের মতোই ছিল। একটা ঘটনার কথা না বললেই নয় যে, দেশের বাইরে যেতে মোমিনের ভিসা জটিলতা হচ্ছে সেটা নিয়ে বারবার কিশোর কল করেছে। আমি তখন তাকে বলেছিলাম, ‘মোমিন না যেতে পারলে আমরা কেউ যাব না। শুনে খুব খুশি হয়েছিল।’

আজ কিশোর বেঁচে থাকলে খুব খুশি হতো আমি ওর সঙ্গে গান গেয়েছি দেখে। আমারও ভালো লাগতো ওকে খুশি করতে পেরে। খুব মিস করছি ওকে আমি।’

গানটির সুরকার ও গায়ক মোমিন বিশ্বাস জানান, এইচ এম ভয়েসের ব্যানারে ‘সুখের অসুখ’ গানটি মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশ হবে শিগগিরই।

এলএ/এমকেএইচ

Advertisement