সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।
Advertisement
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাক্ষাৎকালে তিনি আমিরাতের প্রধানমন্ত্রীর কাছে তার পরিচয়পত্র প্রদান করেন এবং দেশটির রাষ্ট্রপতি শেখ খালিফা বিন যায়েদ আল নাহিয়ানের পক্ষে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তথা দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম পরিচয়পত্র গ্রহণ করেন। এ সময় আবু জাফরকে স্বাগত জানান আমিরাতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আবু জাফর বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমিরাতের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
পাশাপাশি দুই দেশের বিরাজমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক বন্ধন অটুট রাখতে কাজ করার প্রতিশ্রূতি ব্যক্ত করেন। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান ও আমিরাতের জাতির জনক শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়ান দুই দেশের মধ্যে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন, শ্রদ্ধাভরে সে কথাও স্মরণ করেন রাষ্ট্রদূত। তিনি ইউএই সরকারের নীতিনির্ধারকদের সুস্বাস্থ্য ও কল্যাণ এবং দেশের জনগণের সমৃদ্ধি কামনা করেন।
Advertisement
অনুষ্ঠানে ইউএই’র উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রীসহ ইউএই মন্ত্রীপরিষদের ১১ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমিরাতের তিন বাহিনীর একটি চৌকস বাদকদলের পরিবেশনায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এমএসএইচ/পিআর