দেশজুড়ে

নাটোরে উপ-নির্বাচন : ২ উপজেলায় চলছে ভোটগ্রহণ

নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলা উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় একযোগে দুটি উপজেলায় নির্বাচন শুরু হয়। গত ২৩ আগস্ট সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রহিম মোল্লার মৃত্যুতে এ দুটি আসন শুন্য হয়। সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক (দোয়াত-কলম), বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের স্ত্রী ফয়জুন নেছা পুতুল (আনারস), উপজেলা ওয়ার্কার্স পার্টি সমর্থিত মিজানুর রহমান মিজান (ঘোড়া) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত মাওলানা আলহাজ্ব আজিজুর রহমান (মোটর সাইকেল)। অপরদিকে, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত একজন। আওয়ামী লীগ সমর্থিতরা হলেন, হাফিজুল রহমান (উড়োজাহাজ), আলাল শেখ (চশমা), সালাম মোল্লা (টিউবয়েল) ও নজরুল ইসলাম (তালাচাবি)। বিএনপি সমর্থিত মোহম্মদ আলী (টিয়াপাখি)। এ উপজেলায় ৬৪টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ৪৯ হাজার ৩৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর  মধ্যে পুরুষ ৭৩ হাজার ৯০৮ জন এবং নারী ৭৫ হাজার ৪৪৬ জন।নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি যেকোনো রকম বিশৃঙ্খলা ও সহিংসতা দমনে ১৩ জন ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও র‌্যাব ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।রেজাউল করিম রেজা/এমজেড/পিআর

Advertisement