তিন দফা দাবিতে রাজধানীতে তাজরীন গার্মেন্টসের আহত শ্রমিকদের ‘জিন্দা লাশের’ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশি বাধার মুখে রাস্তায় শুয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।
Advertisement
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি গণভবনের দিকে যাত্রা শুরু করলে কদম ফোয়ারার সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়।
এই মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশে আহত শ্রমিকদের সম্মানজনক ও বাস্তবসম্মত ক্ষতিপূরণ প্রদানসহ তিন দফা দাবি জানানো হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের এইদিনে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন অন্তত ১১৩ জন শ্রমিক। আহত হন আরও অনেকে। সেদিনের আগুনের লেলিহান শিখা আজও ভয়াবহ হয়ে চোখে ফেরে ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবারের কাছে।
Advertisement
সেদিনের আহত শ্রমিকরা এখনও বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। নিদারুণ কষ্টে আছে ভুক্তভোগীদের পরিবার।
এওয়াই/এসএস/পিআর