আন্তর্জাতিক

দিল্লিতে করোনায় ঘণ্টায় ৫ জনের মৃত্যু!

ভারতের রাজধানী দিল্লিতে করোনায় মৃত্যু এখন লাগামছাড়া। শহরটিতে প্রতিদিনই ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে।

Advertisement

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় গড়ে পাঁচজনের ওপর মারা গেছেন। শুধু তাই নয়, গোটা দেশে যত মৃত্যু হয়েছে, তার একটা বড় অংশই রাজধানী দিল্লির।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে ৫১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু দিল্লিতেই ১২১ জন। এ নিয়ে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার ৩৯১ জন।

রোববার দিল্লিতে ছয় হাজার ৭৪৬টি সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ১২.২৯ শতাংশ। দিল্লিতে এ পর্যন্ত কোভিড আক্রান্ত বেড়ে হয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৮৬৩ জন। এর মধ্যে চার লাখ ৮১ হাজার ২৬০ জন সুস্থ হয়ে উঠেছেন।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে গত ১১ দিনে পাঁচবার দৈনিক মৃতের সংখ্যা শতক পেরিয়ে গেছে। শনিবার ১১১ জন কোভিডের বলি হয়েছেন। তার আগে শুক্রবারই মারা গেছেন ১১৮ জন।

১৮ নভেম্বর দিল্লিতে একদিনে রেকর্ড ১৩১ মৃত্যু, সেইসঙ্গে মোট আক্রান্ত ছাড়ায় পাঁচ লাখ। এ পর্যন্ত এটাই রাজধানীতে সর্বোচ্চ দৈনিক মৃত্যুর সংখ্যা। ১২ নভেম্বর মৃত্যু হয়েছে ১০৪ জনের।

এদিকে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত লোকের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ লাখ ৭৭ হাজার ৮৬৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ৩৭ হাজার ৪১০ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮৬ লাখ মানুষ।

বিএ/পিআর

Advertisement