নানা কারণেই আলোচনায় থাকেন শ্রীলেখা মিত্র। এবার কোনো অভিনয়, বিতর্কিত বক্তব্য বা নিজেকে নিয়ে রসিকতার জন্য নয়। রাজনৈতিক দলের শিক্ষামূলক কর্মসূচির উদ্বোধনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
Advertisement
গত রোববার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বরাহনগরে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিএম) একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে শ্রীলেখাকে দেখার পর থেকেই প্রশ্ন উঠেছে, তিনি কি রাজনীতিতে নামছেন?
প্রশ্নটা সাংবাদিকরা করেছিলেন শ্রীলেখাকেও। প্রশ্ন শুনেই হেসে ফেলেন। তারপর পাল্টা প্রশ্ন করেন, ‘মনে হচ্ছে তাই? তা হলে তাই-ই...।’
এরপরই অবশ্য শ্রীলেখা বলেন, ‘আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। সে কথা প্রথম প্রকাশ্যে আসে সৌরভ পালধির একটি ডিজিটাল প্লাটফর্মের অনুষ্ঠানে যোগ দেয়ার পর। বাম নেতারাও জানেন তাদের প্রতি আমার সমর্থনের কথা।’
Advertisement
টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বেশিরভাগই রাজ্যের শাসকদল তৃণমূল বা প্রধান বিরোধী দল বিজেপির রাজনীতি করেন। সে দিক বিবেচনায় শ্রীলেখা কি উল্টো হাওয়ায় চলছেন?
জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। সেজন্য শিক্ষার প্রয়োজন। কারণ এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।’
বামদলগুলোর জনপ্রিয়তায় ভাটা পড়ার যে দাবি করা হয়, সেটিকে নাকচ করে শ্রীলেখা বলেন, ‘একটু খেয়াল করলেই দেখা যাবে লাল পতাকা কিন্তু আবার জাগছে। অনেক জায়গায় শ্রমজীবী ক্যান্টিন হয়েছে। করোনাকালে সস্তায় বাজার বসিয়েছে এই দল। রক্তদান শিবিরের আয়োজন করছে।’
এইচএ/পিআর
Advertisement