ইভ টিজিং বা উত্ত্যক্ত করা- এই বিষয়টি সাধারণত ঘটে ছেলেদের পক্ষ থেকে। যার শিকার হন মেয়েরা। এমন খবর প্রায় প্রতিদিন পাওয়া যায় গণমাধ্যমে। এবার দেখা যাবে একেবারে বিপরীত চিত্র। যেখানে মেয়েরা উত্ত্যক্ত করছে ছেলেদের।
Advertisement
বিয়ের জন্য ছেলেকে বাসায় দেখতে আসছে মেয়ে পক্ষ। আবার ছেলেরা ম্যানেজ করছে সংসার, স্ত্রীরা করছে অফিস।
ঠিক এমনই একটি বিপরীত চিত্র নিয়ে নাটক নির্মাণ করেছেন রুবেল হাসান।
‘এক্সচেঞ্জ’ নামের এই নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।
Advertisement
মজার এই নাটকটি আজ (২৩ নভেম্বর) বিকাল ৪টায় উন্মুক্ত হলো প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে। যেখানে দেখা যায়, সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় উত্ত্যক্ত করছেন অপূর্বকে!
এ নাটক নিয়ে সাবিলা নূরের ভাষ্য, ‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে এই নাটকটি প্রতীকী প্রতিবাদের মতো। আমার বিশ্বাস, নাটকটি দেখার পর কোনো ছেলে বা পুরুষ কখনো আর কোনও মেয়েকে উত্ত্যক্ত বা টিজ করবে না। তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
‘এক্সচেঞ্জ’ এর ইউটিউব লিংক : www.youtube.com/watch
এলএ/পিআর
Advertisement