খেলাধুলা

ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজ

দুই দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে উত্তেজনা বিরাজমান থাকা সত্ত্বেও আশার আলো দেখছে ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি পূর্ণাঙ্গ সিরিজ। আর এমন ইঙ্গিত দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি’র সদ্য নিযুক্ত চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর। গতকাল মুম্বাইয়ে বিসিসিআই’র ৮৬তম বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন শশাঙ্ক। বিসিসিআই`র সোমবারের সাধারণ সভায় শশাঙ্ক মনোহর বলেন, `আমরা ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যাহোক, যেহেতু তা পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে সম্ভব না, তাই ডিসেম্বরে উত্তর ভারতে এ সিরিজ আয়োজন করা যায় কিনা তা আমাদের ভেবে দেখতে হবে।` গত অক্টোবর মাসেই বিসিসিআই`র প্রেসিডেন্ট নির্বাচিত হন আইনজীবী শশাঙ্ক মনোহর। তখনই ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ পুনরায় শুরুর ব্যাপারে আভাস দিয়েছিলেন তিনি। তবে তখনো তিনি তা উভয় দেশের সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভরশীল বলে জানিয়েছিলেন।  উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে ২০০৭ সালের ডিসেম্বরের পর থেকে কোনো টেস্ট সিরিজ হয়নি। আর ২০১২ সালের ডিসেম্বর থেকে দেশ দুটির মধ্যে একদিনের ক্রিকেট সিরিজ হচ্ছে না।এমআর/এমএস

Advertisement