অর্থনীতি

পতনের বাজারে বীমার চমক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের শেয়ারবাজারে বড় দরপতন হলেও দাম বাড়ার ক্ষেত্রে চমক দেখিয়েছে বীমা খাত। তালিকাভুক্ত ৪৮টি বীমা কোম্পানির মধ্যে ৪১টিই দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ দশটি স্থানই দখল করেছে বীমা খাতের কোম্পানি।

Advertisement

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই মূল্যসূচক বড় পতনের মধ্যে পড়ে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হওয়ায় লেনদেনের সময় আধাঘণ্টা পার না হতেই ডিএসইর প্রধান সূচক ৫০ পয়েন্টেরে ওপরে পড়ে যায়।

তবে স্রোতের বিপরীতে থেকে যায় বেশিরভাগ বীমা কোম্পানি। দাম বাড়ানোর তালিকায় নাম লেখাতে থাকে একের পর এক বীমা। ফলে বড় পতনের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পায় শেয়ারবাজার।

এদিন ডিএসইতে দাম বাড়ার তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে নিটল ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বা ১০ শতাংশ বেড়েছে। এতে আগের দিন ৫৬ টাকায় থাকা নিটল ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম ৬১ টাকা ৬০ পয়সায় উঠে এসেছে। এ হিসাবে টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা।

Advertisement

দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। এতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩১ টাকা ১০ পয়সায় উঠে এসেছে। ৯ দশমিক ৮৭ শতাংশ বা ৮ টাকা দাম বাড়ার মাধ্যমে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে ৮৯ টাকায় উঠেছে।

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয়া ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৩ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৪ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৩ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৭ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্স ৯ দশমিক ৪৫ শতাংশ দাম বেড়েছে।

অন্যদিকে প্রায় সবকটি বীমার শেয়ার দাম বাড়লেও পাঁচটির দাম কমেছে। এর মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, ন্যাশনাল লাইফ, প্রগ্রেসিভ লাইফ এবং সানলাইফ ইন্স্যুরেন্স। আর প্রগতী লাইফের শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়নি।

এমএএস/জেএইচ/পিআর

Advertisement