ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ এবং দফতরে কর্মরত ১০ জন কর্মচারীকে (মাস্টাররোল) চাকরিচ্যুত করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ৫৯ বছর অতিক্রম করায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
Advertisement
রোববার (২২ নভেম্বর) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
তিনি জানান, গত ১৯ নভেম্বর এই ১০ জনকে চাকরিচ্যুত করে অফিস আদেশ জারি করেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান। রোববার থেকে তা কার্যকর করা হয়েছে। দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন তারা। এর ফলে করপোরেশন বিধিমালা মোতাবেক কোনো ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।
চাকরিচ্যুত কর্মচারীরা হলেন- অঞ্চল-৪ এর প্রকৌশল বিভাগের সড়ক শ্রমিক মেছের আলী, সোহরাব হোসেন, আইয়ুব আলী খাঁ, নুরুল আমিন, বিদ্যুৎ বিভাগ-১ এর বৈদ্যুতিক সহকারী সাবের মিয়া, আব্দুল আজিজ মল্লিক, আব্দুল মান্নান, সমাজকল্যাণ ও সাংস্কতিক বিভাগের পরিচ্ছন্নকর্মী গোলাপজান, কদ বানু ও আরবরি কালচার বিভাগের মালী মহব্বত খান।
Advertisement
এমএমএ/এমএসএইচ