জাতীয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

দশটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে সরকারের ব্যয় হবে ৬ হাজার ২৫০ কোটি টাকা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় ৬ হাজার ২ শ’ ৫১ কোটি টাকায় ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৭টি নতুন এবং ৩টি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৬ শ’ ৭৩ কোটি টাকা। বাকি ৩ হাজার ৫ শ’ ৭৮ কোটি টাকা প্রকল্প সাহায্য।মন্ত্রী বলেন, দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলায় ৬১টি ছোট ও মাঝারি সেতু নির্মাণে আজকের একনেক সভায় ২ হাজার ৯ শ’ ১২ কোটি টাকার ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ নামক অপর একটি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়। এ ৬১টি সেতুর দৈর্ঘ্য একত্রে ৪ হাজার ৭ শ’ ১৫ মিটার। যে ২৪টি জেলায় এ সেতুগুলো নির্মিত হবে তা হলো- ফরিদপুর (৬টি), মাদারীপুর (১টি), সিরাজগঞ্জ (৮টি), নাটোর(১টি), পাবনা (৪টি), নওগাঁ (১টি), রাজশাহী (২টি), বগুড়া (২টি), রংপুর (৪টি), জয়পুরহাট (২টি), লালমনিরহাট (১টি), গাইবান্ধা (২টি), দিনাজপুর (৫টি), নীলফামারী (১টি),পঞ্চগড় (২টি), বাগেরহাট (২টি), যশোর(১টি), ঝিনাইদহ (২টি), কুষ্টিয়া(৩টি), বরিশাল (৭টি), পিরোজপুর (১টি), ঝালকাঠি (১টি), নরুসিংদী (১টি) এবং নড়াইল (১টি)।অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো- আধুনিক সুবিধাসহ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এর অফিস ভবন নির্মাণ (৪৫ কোটি টাকা), ঢাকা জেলার দোহার উপজেলাধীন আওরঙ্গাবাদ হতে ব্রাহা বাজার ঘাট পর্যন্ত পদ্মা নদীর বামতীর সংরক্ষণমূলক কাজ (২১৮ কোটি), সোনাপুর (নোয়াখালী)-সোনাগাজী (ফেনী)- জোরারগঞ্জ (চট্টগ্রাম) সড়ক উন্নয়ন (১৭৩কোটি), শেরেবাংলা নগরে বাংলাদেশ জাতীয় সচিবালয় কর্মকর্ত/কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ (সংশোধিত) (২১৮ কোটি টাকা), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন (২৫৭ কোটি টাকা), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (২য় সংশোধিত) (১১১ কোটি টাকা), প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) (২১০ কোটি টাকা)এছাড়া রেলের জন্য কোচ ও লোকোমেটিভ কিনতে দুটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসএ/এআরএস/পিআর

Advertisement