হাঁটি হাঁটি পা পা করে টেস্ট আঙ্গিনায় ১৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ। ২০০০ সালের আজকের এই দিনটিতেই ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে পথচলা শুরু করে বাংলাদেশ। আর বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের দিনটি স্মরণ করে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টুইট করেছে আইসিসি। টাইগার ক্রিকেটকে সম্মান জানিয়ে সে সময়ের দলের ফ্রেমবন্দি ‘দুর্লভ’ ছবিটিও টুইটে তুলে ধরেছে। ২০০০ সালের ২৬ জুন দশম দেশ হিসেবে বাংলাদেশকে টেস্ট ক্রিকেট খেলার স্বীকৃতি দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই বছরের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামেন দুর্জয়-বুলবুল-আকরামরা।টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৫ বছর পূর্তি হলেও এখনও পর্যন্ত টেস্টে তেমন উন্নতি করতে পারেনি টাইগাররা। এই ১৫ বছরে ৯৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৭টি টেস্ট জিতেছে এবং ড্র করেছে ১৫টি।টেস্টে উন্নতি করার জন্য বাংলাদেশকে আরো বেশি ম্যাচ খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ক্রিকেটাররা। তবে টেস্টে উন্নীত করতে না পারলে বর্তমানে ওয়ানডে ক্রিকেটে ভাল খেলছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়ে দেশের মাটিতে টানা ৫ম সিরিজ জিতেছে মাশরাফির দল।এমআর/পিআর
Advertisement