দেশজুড়ে

মোটরসাইকেলের ট্যাংকিতে ফেনসিডিল : আটক ৬

মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার করার সময় ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় উদ্ধার করা হয়েছে ১শ বোতল ফেনসিডিল এবং আটক করা হয়েছে দুটি মোটরসাইকেল। মঙ্গলবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা পুলিশ অভিয়ান চালিয়ে তাদের আটক করে। রংপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জাগো নিউজকে জানান, রংপুরে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা এলাকায় অবস্থানকালে দুটি মোটরসাইকেলযোগে ছয় মাদক ব্যবসায়ী দ্রুত বেগে যাবার সময় তাদের গতিরোধের চেষ্টা করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল নিয়ে চলে যাবার চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় তাদের আটকিয়ে তল্লাশি করা হয়। পরে তেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় রাখা ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাদের আটক করা হয়।  আটকরা হলেন, রংপুর নগরীর মেডিকেল পাকার মাথা এলাকার রাজু মিয়া, একই এলাকার মিজানুর রহমান ও ফিরোজুল ইসলাম, ধাপ হাজিপাড়া এলাকার মিঠু, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার আমঝোল এলাকার মুকুল ও এলা হক। পুলিশ জানায়, গ্রেফতাররা আন্তঃজেলা মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য। তারা মোটরসাইকেলে বিশেষ ব্যবস্থায় ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে রংপুর, লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও ডিবি পুলিশের ওসি জানান। জিতু কবীর/এমজেড/এমএস

Advertisement