খেলাধুলা

টেস্টে টাইগারদের পথচলার ১৫ বছর

হাঁটি হাঁটি পা পা করে টেস্ট আঙ্গিনায় ১৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ। ২০০০ সালের আজকের এই দিনটিতেই ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে পথচলা শুরু করে বাংলাদেশ। সেদিন আকাশসম স্বপ্ন বুকে নিয়ে এদেশের লাখো ক্রিকেটপ্রেমী স্বাগত জানিয়েছিল টাইগারদেরকে।২০০০ সালের ২৬ জুন দশম দেশ হিসেবে বাংলাদেশকে টেস্ট ক্রিকেট খেলার স্বীকৃতি দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই বছরের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামেন দুর্জয়-বুলবুল-আকরামরা।অভিষেকেই ১৪৫ রানের ইনিংস খেলেন আমিনুল ইসলাম বুলবুল। তার শতকে ভর করে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ। অভিষেকে শতরান করে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান ও জিম্বাবুয়ের ডেভিড হটনের পাশে নাম লেখান আমিনুল।কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। তবে ওই ম্যাচে অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ৬ উইকেট নেন। যা টেস্টে প্রথম ইনিংসে কোনো বোলারের সেরা বোলিং । টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৫ বছর পূর্তি হলেও এখনও পর্যন্ত টেস্টে তেমন উন্নতি করতে পারেনি টাইগাররা। এই ১৫ বছরে ৯৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৭টি টেস্ট জিতেছে এবং ড্র করেছে ১৫টি।টেস্টে উন্নতি করার জন্য বাংলাদেশকে আরো বেশি ম্যাচ খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ক্রিকেটাররা। টেস্টে উন্নীত করতে না পারলে বর্তমানে ওয়ানডে ক্রিকেটে ভাল খেলছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়ে দেশের মাটিতে টানা ৫ম সিরিজ জিতেছে মাশরাফির দল। জেডএইচ/এআরএস/এমএস

Advertisement