করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. মঞ্জুর রহমানের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
Advertisement
সম্প্রতি ডিএমপি কমিশনারের পক্ষে মঞ্জুর রহমানের পরিবারকে দুই লাখ টাকা অনুদান তুলে দেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
মঞ্জুর রহমান ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।
ইতোপূর্বে করোনা ভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মহানগর পুশিশের অন্য সদস্যদের পরিবারকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
Advertisement
চলমান মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের অনেক সদস্য নিজের জীবন উৎসর্গ করেছেন। জীবন উৎসর্গকৃত পুলিশ সদস্যদের মধ্যে বেশির ভাগই ঢাকা মহানগর পুলিশের।
জেইউ/জেএইচ/এমকেএইচ