দেশজুড়ে

শার্শায় প্রকাশ্যে ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই

বেনাপোলের ব্যাংক থেকে টাকা নিয়ে আসার পথে এক ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি ‘ভাই ভাই অটোরাইস মিলের’ সামনে।নাভারন বাজারের ভুষিমালের আড়ৎদার ওই ব্যবসায়ীর নাম আজিজুর রহমান। তার বাড়ি ঝিকরগাছা থানার গাবুরাপুর গ্রামে। ওই ব্যবসায়ীর বরাত দিয়ে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জিত দত্ত জাগো নিউজকে জানান, বেনাপোলের ইসলামী ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে নিজস্ব মোটরসাইকেলে নাভারনে আসার সময় শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে তিনটি মোটরবাইকে করে ৮/৯ জন ছিনতাইকারি অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। এরপর তিন লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় আজিজের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা বেনাপোলের দিকে পালিয়ে যায়। তিনি আরো জানান, টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই ছিনতাইকারীদের আটক ও টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে। ব্যাংকের সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে। সেখান থেকে ছিনতাইকারীদের কাউকে তিনি সনাক্ত করতে পারেন কিনা।এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জাগো নিউজকে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।  মো. জামাল হোসেন/এমজেড/এমএস

Advertisement