রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ মঙ্গলবার দুই দিনের সফরে চট্টগ্রাম আসছেন। সকাল ১১টায় তিনি নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে পৌঁছে সেখানে একটি পুনর্মিলনীতে অংশ নেবেন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রাষ্ট্রপতি সকাল ১১টায় হেলিকপ্টারযোগে নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে আসবেন। সেখানে একটি পুর্নমিলনী ও ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে মধ্যাহ্ন ভোজ শেষে বিকেল ৩টায় নন্দনকানন বৌদ্ধবিহার (বৌদ্ধমন্দির) পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেখানে তিনি একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করবেন। এরপর তিনি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে রাত যাপন করবেন।পরদিন বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সেনানিবাস থেকে হেলিকপ্টার যোগে কক্সবাজার যাবেন। সেখানে বিভিন্ন কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।জেডএইচ/এমএস
Advertisement