আজ শহীদ নূর হোসেন দিবস১৪৯৩ খ্রিস্টাব্দের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।১৬৯৮ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়।১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল। ১৯৮৯ সালেপূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙেদেওয়া হয়।১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে আধুনিক তুরস্কের জনক ও স্থপতি কামাল আতাতুর্কের [মোস্তফা কামাল পাশা] মৃত্যু।১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে নূর হোসেন শহীদ হন।২০১৪ খ্রিস্টাব্দের এই দিনে স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন-এর মৃত্যু। এইচআর/এমএস
Advertisement