জাতীয়

করোনায় সুস্থতার হার ৮০.৮৩ শতাংশ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ৭৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৭৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জনে। মোট নমুনা পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৩ শতাংশ।

শুক্রবার ( ২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৭০৯ রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ২৯৩, চট্টগ্রাম বিভাগে ২৬৯, রংপুর বিভাগে ৪৩, খুলনা বিভাগে ৩৬, বরিশাল বিভাগে ১৯, রাজশাহী বিভাগে ১৫, সিলেট বিভাগে ৩২ এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন।

Advertisement

এদিকে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১১ ও নারী ৬ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৩২২ জনে।

এমইউ/জেএইচ/পিআর