ভালো চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধপথে ভারতে গিয়ে আটক দুই বাংলাদেশি যুবক তিন বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। সোমবার রাত ৮টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।ফেরত আসা দুই বাংলাদেশি হলেন মেহেরপুরের হাসনাবাদ কলোনির মোশারেফের ছেলে আলম হোসেন (২৫) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার মোল্লারচর গ্রামের সুরুজ মোল্লার ছেলে কালাম মিয়া (৩০)।বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভালো চাকরির প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে ওই দুই যুবক সীমান্তের অবৈধপথে ভারতে যায়। পরে দালাল চক্র তাদের ফেলে পালিয়ে গেলে ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়।শুনানি শেষে আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেয়। সাজাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়। তিনি আরো জানান, ওই দুই যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করবে।জামাল হোসেন/বিএ
Advertisement