আন্তর্জাতিক

দিল্লিতে মাস্ক না পরলে জরিমানা ২০০০ রুপি

করোনা সংক্রমণরোধে মাস্ক না পরলে দুই হাজার রুপি জরিমানা করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি।

Advertisement

করোনা সংক্রমণে লাগাম পরাতে এমন কড়া সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন বিশেষজ্ঞরা।

মাস্ক না পরলে এর আগেও জরিমানার বিধান ছিল দিল্লিতে। তবে সেটা ছিল ৫০০ রুপি। এবার তা চারগুণ বাড়ালো দিল্লির সরকার।

জরিমানার অংক বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোকে মাস্ক বিতরণের আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল।

Advertisement

প্রতিদিনই করোনা সংক্রমণে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে দিল্লিতে। দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি। মৃতের সংখ্যা প্রায় আট হাজার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, বুধবার দিল্লিতে দৈনিক সংক্রমণ ছিল সাত হাজার ৪৮৬ জন। ওই দিন ১৩১ জনের মত্যুও হয়েছিল, যা রেকর্ড।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮৯ লাখ ৫৮ হাজার ৪৮৩ জন।

২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৮৫ জন। করোনা এখন পর্যন্ত ভারতে এক লাখ ৩১ হাজার ৫৭৮ জনের প্রাণ কেড়েছে।

Advertisement

বিএ