জিম্বাবুয়ের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বর্তমান অধিনায়ক এলটন চিগাম্বুরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।দ্বিতীয় ওয়ানডের আগে দেশের হয়ে ১৮৯ ম্যাচে ৩৯৭৮ রান করেন চিগাম্বুরা। ফলে চার হাজার রানের কোটা স্পর্শ করতে তার প্রয়োজন ছিল মাত্র ২২ রান। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে ইনিংসের ২৭তম ওভারের দ্বিতীয় বলে এক রান নিয়ে দেশের জার্সি গায়ে চার হাজার রান পূর্ণ করেন চিগুম্বুরা।অবশ্য ওয়ানডে ক্রিকেটে অনেক আগেই চার হাজার রান পূর্ণ করেছিলেন চিগুম্বুরা। কারণ ক্রিকেট ক্যারিয়ারে আফ্রিকা একাদশের হয়ে এশিয়া একাদশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। ওই তিন ম্যাচের রান তার ক্রিকেট ক্যারিয়ারে যোগ হওয়ায় আগেই চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন চিগুম্বুরা।এর আগে জিম্বাবুয়ের হয়ে চার হাজার রানের স্বাদ নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, ব্রেন্ডন টেইলর, অ্যালিস্টার ক্যাম্পবেল ও হ্যামিল্টন মাসাকাদজা।বিএ
Advertisement