জাতীয়

গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনই চল্লিশোর্ধ্ব

গত ২৪ ঘণ্টায় ৩০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৩০৫ জনে। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৫২ জন (৭৬ দশমিক ৯৬ শতাংশ) ও নারী এক হাজার ৪৫৩ জন (২৩ দশমিক শূন্য ৪ শতাংশ)।

Advertisement

গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে ৯৩ শতাংশ করোনা রোগীরই বয়স ৫০ এর বেশি। এ সময়ে মোট মৃতদের বয়সের হিসেবে ৪০ বছরের কম বয়সী একজনও মারা যাননি। ২৪ ঘণ্টায় করোনায় মৃতের চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ৭ এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।

করোনায় মোট মৃতের ৭৮ দশমিক ৯৭ শতাংশের বয়সই ৫০ বছরের বেশি। এছাড়া শূন্য থেকে ১০ বছর বয়সী ৩০ জন (শূন্য দশমিক ৪৮ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৪৯ জন (শূন্য দশমিক ৭৮ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১৪৪ জন (২ দশমিক ২৮ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩৩৩ জন (৫ দশমিক ২৮ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭৭০ জন (১২ দশমিক ২১ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ৬৫৫ জন (২৬ দশমিক ২৫ শতাংশ) এবং ৬০বছরের বেশি বয়সী ৩ হাজার ৩২৪ জন (৫২ দশমিক ৭২ শতাংশ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮২৩টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৬ হাজার ৯৫২টি।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৬৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন।

এমইউ/এফআর/জেআইএম

Advertisement