ধর্ম

বিপদে যে দোয়া পড়লে উত্তম প্রতিদান পাওয়া যায়

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব বিপদ-আপদে ধৈর্য ধারণ ও আল্লাহর কাছে উত্তম প্রতিদান লাভের আবেদন করতে বলেছেন। নবিপত্নী হজরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা এ আমলের বিনিময়েই পেয়েছেন জীবনের সর্বোত্তম প্রতিদান।

Advertisement

বিপদের সময় আল্লাহর প্রশংসা, তার সাহায্য ও উত্তম প্রতিদান চাইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদের ক্ষতির পরিমাণ থেকেও উত্তম প্রতিদান দান করেন। হাদিসে এসেছে-‘কোনো বান্দার উপর যদি বিপদ আসে, তাহলে সে যদি ‘ইন্না লিল্লাহ’র আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে তার বিপদের ছাওয়াব দান করবেন এবং বিনিময়ে তাকে ঐ বস্তুর চেয়েও উত্তম জিনিস দান করবেন। আমলটি হলো-اِنَّا لِلّهِ وَ اِنَّا اِلَيْهِ رَاجِعْوْنَ - اَللَّهُمَّ أجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَ أَخْلِفْ لِيْ خَيْراً مِّنْهَاউচ্চারণ : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরামমিনহা।’অর্থ : নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য। এবং আমরা তারই দিকে ফিরে যাব। হে আল্লাহ! আমাকে আমার এ বিপদে ছাওয়াব দান করুন। এবং এর চেয়ে উত্তম বস্তু বিনিময়ে দান করুন।

আমলের উপকারিতাহজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর স্বামী (আবু সালামাহ) ইন্তেকাল করার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে (উম্মে সালামাহকে এ আমলের ফজিলত বর্ণনা করলেন এবং) তা পড়তে বললেন।

উম্মে সালামাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ অনুযায়ী এ আমল করলেন। ফলে আল্লাহ তাআলা উম্মে সালামাহকে (তার মৃত স্বামী আবু সালামাহর পরিবর্তে) উত্তম স্বামী হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দান করলেন।’ (মুসলিম)

Advertisement

সুতরাং মুমিন মুসলমান যখনই কোনো শারীরিক, মানসিক কিংবা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তখনই তাঁর উচিত, বিপদের তুলনায় উত্তম বিনিময় লাভে হাদিসের শেখানো আমলটি করা এবং উত্তম বিনিময়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী যথাযথ আমল ও দোয়ার মাধ্যমে উত্তম প্রতিদান লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমকেএইচ

Advertisement