কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তাকে ঢাকার গেন্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাকে রংপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।
লালমনিরহাট পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন জানান, পায়ের সমস্যার কারণে কিছুদিন রংপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর অসুস্থতা অনুভব করলে বুধবার সকালে তাকে রংপুরের ডক্টরস কমিউনিটি ক্লিনিকে ভর্তি করা হয়। করোনা শনাক্তের জন্য নমুনা দিলে সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বিশেষ অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।
লালমনিরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদ লিমন বলেন, বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
Advertisement
রবিউল হাসান/এফএ/পিআর