একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং সাবেক মুসলীম লীগ নেতা পলাতক লিয়াকত আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৩০ নভেম্বর দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।এসময় ট্রাইব্যুনালে মামলার তদন্তের বিষয়ে আবেদনের শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও ব্যারিষ্টার তাপস কান্তি বল। পরে ট্রাইব্যুনাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ নভেম্বর দিন নির্ধারণ করে দেন।একাত্তরের মানবতাবিরোধী অপরাধে লিয়াকত আলীর বিরুদ্ধে হত্যা, লুটপাট ও আটক করে নির্যাতনের মোট দুটি অভিযোগ রয়েছে। তবে তদন্ত শেষে লিয়াকত আলীর বিরুদ্ধে অভিযোগ সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন মামলার তদন্ত কর্মকর্তারা।এফএইচ/জেডএইচ/আরআইপি
Advertisement