জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশে সংকট ঘনিয়ে আসছে। কথিত দুই বড় দলই সংকটের শ্রষ্ঠা। তাদের পক্ষে জাতিকে এ সংকট থেকে মুক্ত করা সম্ভব নয়।সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির আসন্ন কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সভায় এসব কথা বলেন রব।রব বলেন, এ জন্য জেএসডিকেই তৃতীয় রাজনৈতিক শক্তি গঠনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সংকট মোকাবেলা করতে হবে। এ দায়িত্ব পালনের জন্য জেএসডিকে অবশ্যই একটি সুসংগঠিত দল হিসেবে আবির্ভুত হতে হবে। সারা দেশে বর্তমানে যে দেশি-বিদেশি, নারী-শিশু হত্যা চলছে, এর বিরুদ্ধে আজ কোনো সম্মিলিত প্রতিবাদ নেই। এসবের বিরুদ্ধে জেএসডিকেই উদ্যোগ নিয়ে জনগণকে প্রতিবাদমুখী করে তুলতে হবে। পুরোনো ধাঁচের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থাপনা ও সংবিধানই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।রব আরো বলেন, তাই জেএসডি নতুন ধারার রাজনীতি এবং দেশে ৯টি প্রদেশ, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও জনগণের স্ব-শাসিত স্থানীয় সরকার চায়। আজকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার বিধান করে একে সরকারের অঙ্গ সংগঠনে পরিণত করার উদ্যোগ চলছে। কিন্তু জনগণ যে তা চায় না আগামী স্থানীয় সরকার নির্বাচনে তা প্রমান করে দিতে হবে।জেএসডি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল মালেক রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন এম এ গোফরান, আতাউল করিম ফারুক, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জিয়া খোন্দকার, আবদুর রাজ্জাক রাজা, মোশারফ হোসেন, কাজী আবদুস সাত্তার প্রমুখ।এএম/একে/আরআইপি
Advertisement