ভ্যাট পরিশোধ না করার অভিযোগে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ টিম। অভিযানে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন ও বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ অভিযানে ৩৪৯ বোতল বিদেশি মদ পাওয়া যায়, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি হোটেল কর্তৃপক্ষ। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন নাহার কায়সার।
তিনি বলেন, গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে হোটেল কর্তৃক দাখিল করা (২০১৯ সালে) মাসিক ভ্যাট রিটার্নের সঙ্গে ব্যাপক গরমিল পাওয়া গেছে। হোটেল কর্তৃপক্ষ প্রকৃত তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে।
নাজমুন নাহার আরও বলেন, উদ্ধার করা তথ্য মতে, ক্রেতার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করেছে লেকশোর হোটেল। কিন্তু হোটেল কর্তৃপক্ষ তা সরকারের কোষাগারে জমা দেয়নি।
Advertisement
অন্যদিকে, লেকশোর চলতি মাসের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা দেয়া থেকে বিরত আছে। তারা গত ১০ মাসে কোনো ভ্যাট পরিশোধ করেনি। আইন অনুসারে প্রতি মাসের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
এ বিষয়ে আরও তদন্ত করা হবে এবং ভ্যাট আইন ও অন্যান্য আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নাজমুন নাহার কায়সার।
জেইউ/এমএসএইচ/এমকেএইচ
Advertisement