করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনসহ দেশে এখন পর্যন্ত ৬ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮১৩ জন (৭৬ দশমিক ৯৬ শতাংশ) ও নারী এক হাজার ৪৪১জন (২৩ দশমিক শূন্য ৪শতাংশ)। তবে শঙ্কার বিষয় হলো, মোট মৃতদের ৭২ শতাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।
Advertisement
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৩ জন, বরিশাল ২ জন, সিলেট ২ জন এবং রংপুর বিভাগে ৫ জনের মৃত্যু হয়।
বিভাগীয় পরিসংখ্যান থেকে দেখা গেছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃতের মধ্যে রয়েছেন- ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৩ হাজার ২৮৩ জন (৫২ দশমিক ৪৯ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২২৩ জন (১৯ দশমিক ৫৬ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৮২ জন (৬ দশমিক ১১ শতাংশ), খুলনা বিভাগে ৪৮২ জন (৭ দশমিক ৭১ শতাংশ), বরিশাল বিভাগে ২০৯ জন (৩ দশমিক ৩৪ শতাংশ), সিলেট বিভাগে ২৫৯ জন (৪ দশমিক ১৪ শতাংশ), রংপুর বিভাগে ২৮৬ জন (৪ দশমিক ৫৭ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১৩০ জনের (২ দশমিক ০৮ শতাংশ) মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Advertisement
উল্লেখ্য,গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ২৫লাখ ৭২হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২১২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩৬হাজার ৬৮৪ জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২হাজার ৮৯৫ জন।
এমইউ/এসএস/এমকেএইচ
Advertisement