গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ৭৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫২ হাজার ৮৯৫ জনে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২১২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৩৬ হাজার ৬৮৪ জনে। নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর তুলনায় সুস্থ রোগীর হার ৮০ দশমিক ৮১ শতাংশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৭৪৯ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৮ জন, রংপুর বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৫৯ এবং ময়মনসিংহে ২৩ জন রয়েছেন।
Advertisement
এমইউ/জেএইচ/এমএস