ক্যাম্পাস

জাবিতে নগর পরিকল্পনা দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব নগর পরিকল্পনা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে রেজিষ্ট্রার ভবন থেকে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, বিভাগীয় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।দিবসটি উপলক্ষে বেলা ১১টায় জহির রায়হান মিলনায়তনে ‘আবাসন পুনর্গঠন: সমাজ সুদৃঢ়করণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধনকালে উপাচার্য তার বক্তব্যে বলেন, নগর পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে যে কোন বস্তিতে নির্বিঘ্নে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি সেবা দিতে পারে।বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যার্নাসের সাধারণ সম্পাদক ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মো. আকতার মাহমুদ বলেন, দেশে সরকার ও বেসরকারি বিভিন্ন পযার্য়ে নগর পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনগণ সম্পৃক্ত করার উদ্দেশ্যে প্রতি বছর ৮ নভেম্বর পৃথিবীর বিভিন্ন নগর পবিকল্পনা দিবস পালন করা হয়।নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি ড. শফিক-উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন প্রমুখ।হাফিজুর রহমান/জেডএইচ/আরআইপি

Advertisement