যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় তিন ছাত্র হামলার শিকার হয়েছেন। সোমবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জীব প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের নাজমুস সাকিব, পরিবেশ বিজ্ঞান বিভাগের ফয়সাল আহমেদ ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অমিত সাহা। আহত সাবিক ও ফয়সালকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অমিত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, কয়েকদিন ধরে ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র স্মরণ ৪র্থ বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। সোমবার একইভাবে একাডেমিক ভবনে ওই ছাত্রীকে উত্যক্ত করে স্মরণ। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর সহপাঠীরা স্মরণকে সতর্ক করে। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ক্লাস শেষে দুপুর ২টার দিকে স্মরণ তার বন্ধু অনুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র তপু, দ্বীপসহ বহিরাগত আরও কয়েকজনকে নিয়ে ওই ছাত্রীর সহপাঠীদের ওপর হামলা চালায়। এতে আহত হন সাকিব, ফয়সাল ও অমিত। এসময় হামলাকারীরা অমিতের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি প্রক্টর মশিউর রহমান রঞ্জুকে অবহিত করা হলে তিনি আহতদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এ ব্যাপারে প্রক্টর মশিউর রহমান রঞ্জু জানান, বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রাথমিকভাবে উত্যক্তের প্রতিবাদ করায় এ হামলা হয়েছে বলে শুনেছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে তারা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবেন। মিলন রহমান/এমএএস/আরআইপি
Advertisement