খেলাধুলা

সেনাবাহিনীর গলফ প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃফরমেশন গলফ প্রতিযোগিতা-২০১৫ লজিস্টিক্স এরিয়ার ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে সোমবার সমাপ্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারি তথ্য অফিসার এস এম শামীম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ, এবারই প্রথমবারের মত সেনাবাহিনীতে আন্তঃফরমেশন গল্ফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর লজিষ্টিক্স এরিয়া দল চ্যাম্পিয়ন এবং ৩৩ পদাতিক ডিভিশন (কুমিল্লা অঞ্চল) দল রানার আপ হবার গৌরব অর্জন করেছে। ব্যক্তিগতভাবে প্রথম রাউন্ডে বেষ্ট গ্রস হিসেবে শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হয়েছেন লজিষ্টিক্স এরিয়ার মেজর শেখ মো. ইউসুফ রেজা।দ্বিতীয় বেষ্ট গ্রস মনোনীত হয়েছেন লজিষ্টিক্স এরিয়ার ইউএসএম মো. মতিন এবং তৃতীয় গ্রস বেষ্ট বিবেচিত হয়েছেন ১১ পদাতিক ডিভিশন (বগুড়া অঞ্চল) দলের এনসি (ই) মো. আরিফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল ও সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশনের সামরিক ও বেসামরিক ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, গলফাররা এবং বিপুলসংখ্যক গলফ অনুরাগী। জেইউ/জেডএইচ/পিআর

Advertisement