বিনোদন

নাট্যচর্চায় পদক পেলেন গোলাম রাব্বানী

তরুণ বিনোদন ও সংস্কৃতি সাংবাদিক গোলাম রাব্বানী। তার আরো একটি পরিচয় তিনি জনপ্রিয় একজন নাট্যকার। বিগত সাত বছর ধরেই তিনি নিয়মিত নাটক লিখছেন। উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় নাটত-টেলিছবি। পেয়েছেন প্রশংসা ও নানা রকম স্বীকৃতি-শুভেচ্ছা। এবার সেই সাফল্যের মুকুটে যোগ হলো নতুন আরো একটি পালক। নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য চলতি বছর নওয়াব আব্দুল লতিফ পদক পেয়েছেন গোলাম রাব্বানী। গত ৬ নভেম্বর তাকে এই পদক প্রদান করা হয়েছে। নওয়াব আব্দুল লতিফ পদকটি প্রদান করে সুধীজন সাহিত্য সংঘ।নওয়াব আব্দুল লতিফ পদক পাওয়া প্রসঙ্গে এই তরুণ নাট্যকার বলেন, ‘যে কোনো কাজের স্বীকৃতি পেতেই ভালো লাগে; উৎসাহ জাগে। আর ব্যক্তিগতভাবে পুরস্কার বা পদক পেলে আমার খুব আনন্দ হয়। নওয়াব আব্দুল লতিফ পদকের জন্য আমাকে বাছাই করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’গোলাম রাব্বানীর লেখা ৫০টির বেশি একক নাটক ও টেলিছবি এখন পর্যন্ত প্রচারিত হয়েছে বিটিভিসহ দেশের বিভিন্ন টিভি চ্যানেলে। ২০০৮ সাল থেকে নিয়মিত নাটক লিখছেন তিনি। এ পর্যন্ত তিনটি দীর্ঘ ধারাবাহিক নাটকও লিখেছেন। তার কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, চিরকুমার সংঘ, প্রাইভেট রিক্সা, পা অথবা ট্রেনের গল্প, সাদা গোলাপ, রান্না কান্না, মুদ্রার এপিট ওপিট, টিকেট রহস্য, তবুও জীবন, যাদুর শহর, জীবন রঙের ঘ্রাণ, আলোচনার বিষয় যখন সবুজ ওড়না, মুমুর জন্য, ঝগড়াপুর, স্বপ্নদৃশ্য, মুক্তাহীন ঝিনুক, সাইকেল বালিকা, ব্যাচলর ভাড়াটিয়া, বাখর খানি টু বার্গার, চাঁদমুখ, তোতা মিয়া ছাত্রাবাস।এ ছাড়াও তিনি আন্ত জেলা মার্শাল আর্ট প্রতিযোগিতায় রোপ্য পদক, বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রথম আলো বই পড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পাঠক পুরস্কার, তরুণ সংঘ পদকসহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন। গোলাম রাব্বানী বর্তমানে বাংলা অনলাইন নিউজ পোর্টাল প্রিয়ডটকমে ফিচার এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। এলএ/পিআর

Advertisement