রাজনীতি

প্রধানমন্ত্রী নোংরাভাবে কথা বলছেন : নজরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোংরাভাবে কথা বলেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।জাতীয়তাবাদী শ্রমিকদল এই আলোচনা সভার আয়োজন করে।নজরুল ইসলাম বলেন, বর্তমান সংকট উত্তরণে খালেদা জিয়া কথা বলার প্রস্তাব দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী এর জবাবে খারাপভাবে কথা বলেছেন।তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সময়ও বিএনপি সহযোগিতার প্রস্তাব দিয়েছিল কিন্তু তখনও প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মিথ্যাচার করছেন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, তথ্যমন্ত্রীর তথ্যের উপর নির্ভর করা যায় না। দলের নেতাকর্মীদের রক্তের সঙ্গে বেঈমানি করে নৌকায় চড়ে তিনি মন্ত্রী হয়েছেন।জিয়াউর রহমান গণমানুষের নেতা হওয়ায় লাখ লাখ জনতা তার জানাজায় অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।বিদেশি খুন হওয়াসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এসব ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খালেদা জিয়া।আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম ও বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক জাফরুল হাসান প্রমূখ।এমএম/জেডএইচ/আরআইপি

Advertisement