চাঁপাইনবাবগঞ্জে এক আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচারণের প্রতিবাদে সোমবার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালত বর্জন করেছেন আইনজীবীরা। চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট নুর মোহাম্মদ শাহরিয়ার কবিরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রত্যাহার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান আল বিরুনী জানান, গত ৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট নুর মোহাম্মদ শাহরিয়ার কবির তার আদালতে চলা একটি মামলার শুনানির সময় আইনজীবী এমদাদুল হকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে এমদাদুল হককে কাস্টডিতে নেয়ার জন্য পুলিশকে মৌখিক নির্দেশ দেন। এমদাদুল হক বিষয়টি জেলা আইনজীবী সমিতিকে জানালে রোববার জরুরি সভায় বসে নেতৃবৃন্দ। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবীরা সোমবার থেকে শুধু চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদলত বর্জন করেন। তবে অন্যান্য আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। আবু রায়হান আল বিরুনী আরো জানান, নুর মোহাম্মদ শাহরিয়ার কবিরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রত্যাহার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হবে প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, আইন সচিবসহ বাংলাদেশ বার কাউন্সিলে। আব্দুলাহ/এসএস/আরআইপি
Advertisement