প্রাণ আপ সিরিজের দ্বিতীয় ম্যাচে ষষ্ঠ উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। দলীয় ৪২তম ওভারে লু জঙ্গোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন সাব্বির রহমান। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৩ রান।এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান। নাসির হোসেন ২৪ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন মাশরাফি মুর্তজা।এর আগে আশা জাগিয়ে দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফিরে যান দীর্ঘদিন পর দলে ফেরা ইমরুল কায়েস। শেন উইলিয়ামসের ফুলটাস বল লং অনে ফিল্ডারের মাথার উপর দিয়ে খেলতে চেয়েছিলেন ইমরুল। কিন্তু ব্যাটে বলে ঠিক ভাবে সংযোগ না হওয়ায় ক্রেমারের হাতে ধরা পড়েন এই ওপেনার। তবে আউট হবার আগে দলের হয়ে মূল্যবান ৭৬ রান সংগ্রহ করেছেন ইমরুল। ৮৯ বলে ৬টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি।ম্যাচের ২৮ তম ওভারে সাজঘরে ফিরে গেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান, দেশে সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্রেমারের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে শর্ট থার্ডম্যান অঞ্চলে চলে যায়। উড়ে আশা বল তালুবন্দী করতে কোনো ভুল করেননি জংউই। আউট হবার আগে ২৮ বলে ২১ রান করেন মুশফিক।ক্রেমারের করা ১৮তম ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ (৪)। ১১তম ওভারে লিটন দাসকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৭ রান করে পানিয়াঙ্গারার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন লিটন। ইনিংসের সপ্তম ওভারে ব্যক্তিগত ১৯ রান করে পানিয়াঙ্গারার বলে চিবাভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম (১৯)।সোমবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে দলের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।আরটি/এমআর
Advertisement