ইয়েমেনের রাজধানী সানার মারিব প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন সরকারি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয় সেনা আহত হয়েছেন। দেশটির সামরিক সূত্রগুলো রোববার রাতে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। মারিবে সেনাবাহিনীর একি টহল দলকে লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় সুন্নি আরব দেশগুলোর বিমান হামলায় এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইয়েমেনে ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহী ও তাদের মিত্র সাবেক সুন্নি প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের সঙ্গে দেশটির নির্বাসিত সুন্নি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির পক্ষের সশস্ত্র কয়েকটি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন আরব জোটের লড়াই চলছে।এসআইএস/আরআইপি
Advertisement