বিনোদন

ক্রিকেট নিয়ে জিটিভির আয়োজন

চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে হোম সিরিজ। এই আয়োজনে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। সব খেলা সরাসরি সম্প্রচার করবে বেসরকারি চ্যানেল জিটিভি।এরই ধারাবাহিকতায় জিটিভি তার দর্শকদের জন্য আয়োজন করেছে ক্রিকেট নিয়ে ৩টি ভিন্নধর্মী অনুষ্ঠান। সিরিজের প্রতিটি ম্যাচের শুরুতে এবং মধ্য বিরতিতে চ্যানেলটি প্রচার করছে বিশেষ ক্রিকেট টক শো ‘ক্রিকেট এক্সট্রা’। স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান।টিভি উপস্থাপিকা সামিয়া আফরিনের উপস্থাপনায় প্রতিদিনের এ অনুষ্ঠানে ক্রিকেট তারকারা অংশ নিয়ে পর্যালোচনা করছেন ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে। রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে মারিয়া নুরের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘ক্রিকেট ম্যানিয়া’। এই অনুষ্ঠানে প্রতিদিনের ম্যাচ, সেরা বোলার, সেরা ব্যটস ম্যান, সেরা ফিল্ডার সহ অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচের বিশ্লেষণ করা হবে। মারিয়ার সঙ্গে থাকবেন জাতীয় দলের সাবেক কোন খেলোয়ার।  ব্যস্ততার কারণে দিনের খেলার উল্লেখযোগ্য মুহূর্ত দেখার সুযোগ পাবেন না অনেকেই। তাদের জন্য শ্রাবণ্য প্রতিদিন রাত সাড়ে ১১টায় ‘ক্রিকেট হাইলাইটস’-এ উপস্থাপক হিসেবে হাজির হবেন।এলএ/এমএস

Advertisement