জাতীয়

বৃহস্পতিবার বগুড়া যাবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বগুড়া যাবেন প্রধানমন্ত্রী

আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বগুড়ায় বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং কয়েকটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। -খবর বাসস`র।জানা গেছে, সংক্ষিপ্ত এ সফরে বগুড়ায় অবস্থানকালে ৩৪৬ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৯টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং ১৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নতুন এই ১৪টি প্রকল্পের জন্য ব্যয় হবে ৪২০ কোটি ২ লাখ টাকা।বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর বগুড়া সফর সফল করতে জেলার সকল সরকারি বিভাগ সমন্বিতভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর বগুড়া সফরের মধ্যে দিয়ে বগুড়ায় উনয়নের এক নতুন অধ্যয় সূচিত হবে যা সকল বগুড়াবাসীর জন্য কল্যাণ এবং মঙ্গল বয়ে আনবে।আরএস/আরআইপি

Advertisement