ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীর মারধর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়কভাবে পিঠিয়েছে এক ছাত্রলীগ কর্মী। সোমবার ভর্তি পরীক্ষা চলাকালে বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ কর্মী ওমর ফারুক বায়েজীদ হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মারধরের শিকার দর্শন বিভাগের ৪র্থ বর্ষের সোহাগ রানা। তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দানের পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  সোহাগ ও ছাত্রলীগ কর্মী বায়েজীদ টুকিটাকি চত্বরে পাশাপাশি বসেছিলেন। এসময় সোহাগ টুকিটাকি চত্বরের দোকানের ছোট ছেলেকে ‘পিচ্চি’ বলে সম্বোধন করায় আপত্তি জানান বায়েজীদ। এ বিষয়ে কথা বলার এক পর্যায়ে সোহাগকে বেধড়কভাবে পেটায় ছাত্রলীগ কর্মী বায়েজীদ। এরপর কয়েক দফায় ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী আবু খায়ের মোস্তফা রিনেট, শোভন ও রাশেদ নামের কয়েকজন সোহাগকে মারধর করেন। ভুক্তভোগী সোহাগ জাগো নিউজকে জানান, বায়েজীদ নামের ওই ছেলেকে আমি চিনি না। আমি টুকিটাকিতে এক দোকানে বসে ছোট এক ছেলেকে চা আনার জন্য পিচ্চি বলে ডাকলে আপত্তি জানায় বায়েজীদ নামের ওই শিক্ষার্থী। এ নিয়ে কথা বলার এক পর্যায়ে আমাকে বেধড়কভাবে মারধর করে ওই ছেলেটি। এরপর বেশ কয়েকজন কয়েক দফায় আমাকে অনেক মারধর করেছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে ওমর ফারুক বায়েজীদ মারধরের ঘটনাকে অস্বীকার করেন।ঘটনার পর বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এসে ঘটনার মীমাংসা করে দেন। তিনি বলেন, ওদের দুজনের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। দুজনকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে।রাশেদ রিন্টু/এমজেড/পিআর

Advertisement