অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো দেশীয় টিভির দর্শকদের ভারতীয় চ্যানেল থেকে ফিরিয়ে আনতে নতুন পরিকল্পনা নিয়ে আসতে যাচ্ছে দীপ্ত টিভি। তবে অপেক্ষা ছিলো আনুষ্ঠানিক সম্প্রচারের। অবশেষে এলো সেই ঘোষণা। দীপ্ত টিভি থেকে জানানো হয়েছে আগামী ১৮ নভেম্বর থেকে অনুষ্ঠান প্রচার শুরু করবে বিনোদনমূলক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। এ উপলক্ষে শিগগিরই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে ডেইলি স্টার ভবনের ৪র্থ তলায়। সেখানে দীপ্ত টিভি ও তার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানালেন চ্যানেলটির চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ। তিনি আরো জানান, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কাজী মিডিয়া লিঃ (দীপ্ত টিভি)’র ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ।প্রসঙ্গত, এরইমধ্যে প্রচারের লক্ষ্যে চ্যানেলের নিজস্ব প্রযোজনায় ‘অপরাজিতা’, ‘পালকি’ ও ‘খুঁজে ফিরি তাকে’ শিরোনামের তিনটি মেগা ধারাবাহিক নির্মাণ করা হয়েছে। যেখানে দর্শক অপরাজিতা’য় দেখবেন নব্বই দশকের আবহে একজন যুবতীর জীবনের সংগ্রাম। এখানে তার সুখ-দুঃখ, ভালোবাসা, হাসি-কান্না, পাওয়া না পাওয়াদের যে চিত্র তা দর্শকদের মন ছুঁয়ে যাবে। এই চরিত্রটির জনপ্রিয়তার প্রত্যাশী দীপ্ত টিভির কর্তৃপক্ষ। পাশাপাশি জীবনের নোংরা বাস্তবতার মুখোমুখি হয়ে গ্রামের নিরীহ এক মেয়ের ঢাকা শহর পাড়ি দেয়ার গল্প ‘পালকি’। এখানে দেখা যাবে ঘটনাক্রমে এক বিত্তশালী পরিবারের সাথে পরিচয় ঘটে দরিদ্র ঘরের পালকির। একসময় ওই বাড়ির এক ছেলের সাথে বিয়েও হয় তার। কিন্তু স্বামী কিছুতেই তাকে মেনে নিতে চায় না। পরিবারের কিছু নারী আত্মীয়ার সহযোগীতায় পালকি চালিয়ে যায় স্ত্রীর মর্যাদা ও নারীত্বের অহংকার আদায়ের সংগ্রাম।তৃতীয় সিরিয়াল ‘খুঁজে ফিরি তাকে’র গল্পে দেখা যাবে আনিসুর রহমান নামের এক ধনাঢ্য ব্যক্তির সংসারের গল্প। যেখানে কিছু ঘটনার সূত্র ধরে বহুকাল আগে বাড়ি থেকে বিতাড়িত হয় আনিস সাহেবের মেয়ে। সময়ের স্রোতে ভেসে যখন সেই বেদনা শুকাতে শুরু করে ঠিক তখনই ক্ষত তাজা করে আগমন ঘটে আনিস সাহেবের নাতির। ১০-১২ বছরের এই শিশুকে ঘিরে বদলে যেতে থাকে নাটকের গল্প ও চরিত্ররা।এসব নাটকের বিভিন্ন চরিত্রে কাজ করতে দেখা যাবে রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, সিফাত, স্নিগ্ধা, ইমতু, আফজাল, রানী আহাদ প্রমুখ।এলএ/পিআর
Advertisement