ধাঁধা:১. ঘরের চালে এটি কবুতর বসে আছে। এক ঝাঁক কবুতর চালের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। চালের উপর বসে থাকা কবুতর জিজ্ঞাসা করলো, ‘তোরা কতো জন?’ ঝাঁকের এক কবুতর উত্তর দিলো, ‘আসছি যতো, আসবে ততো, তার অর্ধেক, তার পাই, তোরে লইয়া আমরা শত ভাই।’ আপনারা কি বলতে পারেন ঝাঁকে কতোগুলো কবুতর ছিলো?২. এক মহিলা খেয়া পার হওয়ার জন্য খেয়া ঘাটে গেল। মাঝিকে বলল, ‘ভাই আমাকে পার করেন।’ মাঝির উত্তর, ‘এক আনা লাগবো।’ মহিলা বলল, ‘আমার কাছে কোন পয়সা নাই।’ মাঝি বলল, ‘তবে তোমার স্বামীর নাম বলো।’ মহিলার ঝটপট উত্তর, ‘তিন তেরো দিয়া বারো নয় দিয়া আইনা পূরণ করো, এইটা আমার স্বামীর নাম, এইবার মাঝি পার করো।’ মহিলা ঠিকই নদী পার হলো। আপনারা কি বলতে পারবেন তার স্বামীর নাম। উত্তর : ১. ৬০টি কবুতর২. ষাইডা ( ষাট ) মিয়া। সূত্র- (১৩x৩)+১২+৯=৬০।এসইউ/পিআর
Advertisement